ফরিদপুর: ফরিদপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা সংসদ কমান্ডার মেজবাউর রহমান খান মিরোজ আর নেই।
রোববার (৮ নভেম্বর) দুপুরে শহরের আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা মিরোজের মৃত্যুতে সাব-সেক্টর কমান্ডার নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল, বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ), ফরিদপুরের প্রধান শাহ মো. আবু জাফর, জেলা সংসদের কমান্ডার মু. আবুল ফয়েজ শাহনেওয়াজ গভীর শোক জানিয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বাদ জোহর শহরের আলীপুর এলাকার গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্স চত্বরে মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় আলীপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
আরএ