ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পাথর দিয়ে ডলোমাইট পাউডার তৈরির দায়ে ৬ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
পাথর দিয়ে ডলোমাইট পাউডার তৈরির দায়ে ৬ জনের জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পাথর গুড়া করে ডলোমাইট পাউডার তৈরির দায়ে ছয় ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর কুতুবুল আলম এ জরিমানা করেন।



এরা হলেন, উপজেলার বুড়িমারী এলাকার আব্দুল জব্বারের ছেলে পরিমল হোসেন (৩৫), আব্দুস সাত্তারের ছেলে বুলু মিয়া (৩০), আতিয়ার রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩০), ফজলে রহমানের ছেলে ফরিদুল ইসলাম (৩০), ধজির উদ্দিনের ছেলে ফজলার রহমান (৬২) ও জয়নাল হোসেনের ছেলে হাফিজুল ইসলাম (৩৫)।

পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বাংলানিউজকে জানান, শনিবার রাতে বুড়িমারী স্থলবন্দর এলাকার বাদলের বাড়ি থেকে ডলোমাইট পাউডার তৈরিকালে তাদের আটক করা হয়।

রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহফুজ বাংলানিউজকে জানান, পরে জরিমানার টাকা পরিশোধ করায় আটকদের ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।