সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের সোনাখুলি মুন্সিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোর্শেদা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান সরকার জানান, দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে আমন ধানের আঁটি গাঁদা দিচ্ছিলেন মোর্শেদা। এসময় সেখানে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসআই