ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শার্শা সীমান্তে ৬ লাখ টাকার ভারতীয় ফল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
শার্শা সীমান্তে ৬ লাখ টাকার ভারতীয় ফল জব্দ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৬ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার ফল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (০৮ নভেম্বর) বিকেল ৫টায় শার্শার জামতলা এলাকা থেকে এ ফল জব্দ করা হয়।

তবে এ সময় কোনো চোরাচালানীকে আটক করা যায়নি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার জামতলা এলাকায় অভিযান চালালে চোরাচালানীরা কয়েকটি কার্টন ও বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ১ হাজার ২৪৭ কেজি আপেল, ৯৫ কেজি আঙুর,  ২৯৫ কেজি বেদানা ও ৪৩ কেজি কমলা জব্দ করা হয়। জব্দকৃত ফলের মূল্য ৬ লাখ টাকা বলে বিজিবি জানায়।

যশোর ২৬ ব্যাটালিয়নের বেনাপোল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার গিয়াসউদ্দিন বাংলানিউজকে জানান, জব্দকৃত ফল সন্ধ্যায় বেনাপোল কাস্টম আটক শাখায় পণ্য গুদামে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।