গাজীপুর: গাজীপুরে সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়ন ও স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
রোববার (০৮ নভেম্বর) সকাল থেকে তারা কাজ শুরু করেছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন বাংলানিউজকে জানান, গাজীপুরের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়ন এবং স্বাভাবিক রাখতে এবং প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনার লক্ষ্যে জেলায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। রোববার সকাল থেকে বিজিবির দুই প্লাটুন সদস্য গাজীপুরে কাজ শুরু করেছে।
পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বিজিবি সদস্যরা গাজীপুরে অবস্থান করবে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ০৮ ২০১৫
আরএ