ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নরে (বিএফইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে ঢাকা র্জানালিস্ট ইউনিয়নের (ডিইউজে) সরাসরি তালিকাভুক্ত সদস্যদের মধ্যে কাউন্সিল নির্বাচন হয়েছে।
রোববার (০৮ নভম্বের) সকালে জাতীয় প্রেসক্লাবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে ২৮ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের নাম ঘোষণা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান।
ডিইউজে’র সরাসরি তালিকাভুক্ত ২শ ৮২ জন ভোটারদের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ১০ জনে একজন হারে ২৮ জন সদস্যকে বিএফইউজে’র কাউন্সিলর নির্বাচিত করা হয়।
নির্বাচিতরা হলেন- এম এ আজিজ, খন্দকার হাসনাত করীম, মোস্তফা কামাল মজুমদার, আজহার মাহমুদ, কামার ফরিদ, জাহিদুল ইসলাম রণি, এ কে এম মহসিন, বুলবুল আহমেদ, নূরল হাসান খান, এরফানুল হক নাহিদ, আজহার আলী সরকার, নুরুল হোসেন কাইয়ুম, জাকির হোসেন, শাহাদাত হোসেন, সালাউদ্দিন বাবলু, মীর আহম্মেদ মীরু, সাদেকুর রহমান, আহমেদ করীম, শিরিন সুলতানা, মো. ওয়াহিদুল ইসলাম, শরীফুল ইসলাম ইমশিয়াত, মো. আমিনুল ইসলাম, এম শাখাওয়াত হোসেন মুকুল, মো. মেহেদী মাসুদ, মোহাম্মদ মাসুদ, ইসমাইল আহসান, শামসুল হক বসুনিয় ও বদিউল আলম।
আগামী ২৬ ডিসেম্বর বিএফইউজে’র দ্বি-বার্ষিক কাউন্সিল ও নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। বিএফইউজে’র ১০টি অঙ্গ ইউনিয়ন থেকে নির্বাচিত কাউন্সিলররা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
বাংলাদশে সময়: ২০৫০ ঘণ্টা, নভম্বের ০৮, ২০১৫
ওএইচ/এসএস