ঢাকা: রাজধানীর শ্যামপুর থানার জুরাইন এলাকা থেকে শাহ আলম (৩৭) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
রোববার (০৮ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ব্যাবসায়ীকে আটক করা হয়।
র্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল খন্দকার গোলাম সারওয়ার বাংলানিউজকে বিষংয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযানে শাহ আলমের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি এবং ১৯০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটক শাহ আলম রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ‘অবৈধ’ভাবে অস্ত্র ব্যবসা করে আসছিলেন।
র্যাব জানায়, শাহ আলমের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এনএইচএফ/এমএ