বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উদ্যোগে বরিশালের ৩৫ জন গুণী শিক্ষককে সম্মাননা জানানো হয়েছে।
রোববার (০৮ নভেম্বর) সন্ধ্যায় নগরীর অশ্বিনী কুমার হলে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সুশীল রঞ্জন হাওলাদার।
বিসিসির কর কর্মকর্তা আবুয়াল হোসেন মামুনের সঞ্চালয়নায় ও প্রধান নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিসির মেয়র আহসান হাবিব কামাল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক, ব্রজমোহন কলেজের অধ্যক্ষ এম ইমানুল হক, এম মোয়াজ্জেম হোসেন, বিসিসির প্যানেল মেয়র কে এম শহীদুল্লাহ, মোশারেফ হোসেন খান বাদশা, তাসলিমা কালাম পলি প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ৩৫ জন শিক্ষককে ক্রেস্ট, বই ও উত্তরীয় পরিয়ে দেন অতিথিরা।
সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন, অধ্যাপক মো. শামসুদ্দিন আহম্মেদ, অধ্যাপক রওশন আরা রহমান, পদ্মা সেনগুপ্তা, অধ্যাপক মো. হানিফ, রাজিয়া বেগম, অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন, মো. মতিউর রহমান, অধ্যাপক আবদুল ওয়াহেদ, রাজিয়া বেগম, অধ্যাপক মো. শামসুদ্দিন খান, রাবেয়া খাতুন, অধ্যাপক মো. মোকতার হোসাইন, অধ্যাপক সুলতানা আহম্মেদ বিনা, মোজাম্মেল হক, উম্মে বিলকিস, অধ্যাপক মো. সাইদুল ইসলাম, বদিউর রহমান, মু. আজিজুর রহমান, আ খা মো. আব্দুর রব, অধ্যাপক ইসহাক আলী খন্দকার, জাহান আরা বেগম, মো. সাইদুর রহমান, মো. নুরুল হক, হাসি কনা চন্দ, মো. ফজলুল হক, আইনুন নাহার, সৈয়দ শাহজাহান, আব্দুল খালেক, অধ্যাপক বেগম সাইদুন্নেঝা লায়লা, রওশন আরা বেগম, অধ্যাপক মো. আব্দুর রব, এস এম আলী নেছার, শোভা সরকার, মো. মাহাবুব উল আলম ও মুহাম্মদ আবদুর রব।
সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা সবাই ২০০৬ সালের আগে কলেজে শিক্ষকতা থেকে অবসরে যান।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসআর