বরিশাল: বরিশাল সদর উপজেলার চর আইচা এলাকায় মেয়ের দায়ের করা প্রতারণা মামলায় বৃদ্ধা মায়ের এক বছরের কারাদণ্ড হয়েছে।
রোববার (০৮ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত বৃদ্ধা আনোয়ারা বেগম (৬০) চর আইচা গ্রামের মৃত জেন্নাত আলী সরদারের স্ত্রী।
আদালতের বেঞ্চ সহকারী আবু বকর বিষয়টি বাংলানিউজকে জানান।
আদালত সূত্রে জানা যায়, আনোয়ারা বেগম তার পৈত্রিক সম্পত্তি নিজের মেয়ে লুনা বেগমের কাছে বিক্রি বাবদ সাত লাখ টাকার মূল্য নির্ধারণ করেন।
লুনা বেগম ২০১১ সালের ১৩ নভেম্বর মা আনোয়ার বেগমকে চুক্তির তিন লাখ টাকা দেন। এরপর আরো এক লাখ টাকা নিয়ে বিভিন্ন সময় মায়ের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু দলিল দেওয়ার কথা বলে সময়ক্ষেপণ করতে থাকেন আনোয়ারা বেগম।
এ ঘটনায় ২০১২ সালের ১২ মার্চ আদালতে মা এবং ভাইকে আসামি করে প্রতারণা মামলা করেন লুনা বেগম।
২০১৩ সালের ৩১ মার্চ আনোয়ারা বেগমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।
সাক্ষ্য-প্রমাণ শেষে রোববার আনোয়ারা বেগমকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসআর