দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের মাকডাই শালবন এলাকায় একটি বালু বোঝাই ট্রাক্টর উল্টে সুজন হোসেন (১৮) নামে এক হেলপার নিহত হয়েছে।
রোববার (০৮ নভেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
দিনাজপুর বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, বালু বোঝাই একটি ট্রাক্টর পৌর শহরের মাকডাই শালবন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হরিয়ে হঠাৎ উল্টে যায়। এসময় ট্রাক্টরের উপরে থাকা হেলপার সুজন নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
পরে খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে মর্গে পাঠিয়েছে বলে ওসি জানান।
বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এসএইচ