ফেনী: ফেনী পৌর এলাকার বারাহীপুর এলাকা থেকে আমেনা খাতুন (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (০৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জামশেদ আলম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আমেনা হবিগঞ্জের শ্বশুরবাড়ি যাওয়ার জন্য স্বামী শহিন মিয়াকে অনুরোধ করে। স্বামী যেতে অস্বীকার করলে আমেনা অভিমানে ঘরের ঘরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে রাত সাড়ে ৮টার দিকে মৃহদেহটি উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহীন ও আমেনা দম্পতি শহরের বারাহীপুর এলাকার তালুকদারবাড়ি রাজ্জাক ম্যানশনের একটি বাড়িতে ভাড়া থাকতেন। তাদের চার বছরের একটি পুত্রসন্তান রয়েছে। শাহিন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার শ্রী মঙ্গলকান্দি গ্রামে। তিনি ফেনী শহরে মাছের ব্যবসা করেন।
বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসএইচ