ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সভাপতি আজাদ, সম্পাদক সাজ্জাদ

লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরাম গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরাম গঠন সভাপতি আজাদ ও সম্পাদক সাজ্জাদ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে ‘লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরাম’ গঠন করা হয়েছে।

এতে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ আবুল কালাম আজাদ সভাপতি ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।



রোববার (০৮ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরের হাটবাজার কপি শপে এক সভায় এ কমিটি গঠন করা হয়।

আগামী ২ বছরের জন্য গঠিত এগারো সদস্য বিশিষ্ট  কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি কাজল কায়েস (জাগো নিউজ), সহ-সাধারণ সম্পাদক শাকের মো. রাসেল (শীর্ষ নিউজ), কোষাধ্যক্ষ সানা উল্লাহ সানু (লক্ষ্মীপুরটোয়েন্টিফোর), প্রচার ও প্রকাশনা সম্পাদক পলাশ সাহা (রাইজিং বিডি), দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম শিবলু (ইউনাইটেডনিউজ), নির্বাহী সদস্য সাইফুল ইসলাম স্বপন (বাংলা ট্রিবিউন), নজরুল ইসলাম জয় (শীর্ষসংবাদ), এমআর সুমন (দ্যা রিপোর্ট), কিশোর কুমার দত্ত ( ফোকাস বাংলা)।

সংগঠনের সদস্যরা হলেন, কাউছার (ইউএনবি), রুবেল হোসেন (অপরাধ সংবাদ), রাকিব হোসেন রনি (বাংলামেইল), আবু মুসা মোহন (ক্রাইমবিডি), রাজিব হোসেন রাজু (বাংলার চোখ), মিসু সাহা নিক্কন (সাহস), শাকিল মাহমুদ (উপকূল বাংলাদেশ), সুমন দাস (ক্রাইম সার্চ), নাজিম উদ্দিন রানা (বিজয়বার্তা), ইসমাইল হোসেন রবিন (বিডিলাইভ) ও রাজু হাসান (লক্ষ্মীপুরটাইমস)।

নবগঠিত এ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি করতে লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরাম কাজ করবে। এ সংগঠনের সাংবাদিকরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে লক্ষ্মীপুরের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

এসময় বাংলানিউজের ‘স্টাফ করেসপন্ডেন্ট’ হিসেবে পদোন্নতি হওয়ায় সাজ্জাদুর রহমানকে লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।