ভোলা: ভোলা সদরের খায়েরহাট বাজারে আগুনে পুড়ে গেছে ব্যবসায়ীদের ৪টি দোকান। এতে প্রায় ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
রোবরাব (০৮ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খায়েরহাট বাজারটি বোরহানউদ্দিন, দৌলতখান ও ভোলা সদরে সীমান্তে অবস্থিত।
আগুনে একটি চায়ের দোকান, একটি লেপ-তোশকের (তুলা) দোকান, একটি চালের আড়ৎ, একটি কাপড়ের দোকান ও ব্যাংকের এসি পুছে গেছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে আংশিক ক্ষতিগ্রস্ত অগ্রণী ব্যাংকের খায়েরহাট বাজার শাখা।
স্থানীয়রা জানায়, রাত ১টার দিকে খায়েরহাট বাজারের একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়তে দেখে ব্যবসায়িরা ডাক-চিৎকার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
পরে খবর পেয়ে ভোলা ও বোরহানউদ্দিনের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ৪টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।
ভোলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাহাবুদ্দিন জানান, আগুনে ৪টি দোকানসহ অগ্রণী ব্যাংকের এসি পুড়ে গেছে। সরকারিভাবে ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ চলছে।
বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসএইচ