ঢাকা: রাজধানী বাড্ডার লিংক রোডে সড়ক দুর্ঘটনায় পেয়ারা বেগম (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর) ভোর ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
পেয়ারা বেগমের ছেলে আজিজুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইহাট উপজেলায়। মাসখানেক আগে আমার মা’কে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসি।
সোমবার ভোরে আমাদের ঘুমে রেখে মা রাস্তায় গেলে অজ্ঞাত যানবাহন ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এজডেএস/বিএস