বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার শানুহারে সড়ক দুর্ঘটনায় ২ সহোদর নিহত ও ৬ জন আহত হয়েছেন।
সোমবার (০৯ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আবুল হাওলাদার (৬০) ও ইসমাইল হাওলাদার (৫০)।
তারা উভয়ই উজিরপুরের হস্তিশুন্ড এলাকার আলফাজ উদ্দিন হাওলাদারের ছেলে। তারা সুপারীর ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শানুহার বাসস্ট্যান্ড থেকে পিকআপে করে সুপারী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। দুঃখের বিষয় বাসস্ট্যান্ড ছেড়ে কিছু দূরে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই সহোদর ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন আরো ৬ জন।
আহতদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
বিএস