ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে সড়ক দুর্ঘটনায় দুই সহোদর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
বরিশালে সড়ক দুর্ঘটনায় দুই সহোদর নিহত ছবি: প্রতীকী

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার শানুহারে সড়ক দুর্ঘটনায় ২ সহোদর নিহত ও ৬ জন আহত হয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন, আবুল হাওলাদার (৬০) ও ইসমাইল হাওলাদার (৫০)।

তারা উভয়ই উজিরপুরের হস্তিশুন্ড এলাকার আলফাজ উদ্দিন হাওলাদারের ছেলে। তারা সুপারীর ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শানুহার বাসস্ট্যান্ড থেকে পিকআপে করে সুপারী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। দুঃখের বিষয় বাসস্ট্যান্ড ছেড়ে কিছু দূরে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই সহোদর ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন আরো ৬ জন।

আহতদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়টি বাংল‍ানিউজকে নিশ্চিত করেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।