ঢাকা: রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। তবে তিনি কীভাবে ট্রেনে কাটা পড়লেন প্রাথমিকভাবে এ বিষয়ে কিছু জানা যায়নি।
সোমবার (o৯ নভেম্বর) ভোরে ক্যান্টনমেন্ট রেলস্টেশনের দক্ষিণ পাশে স্টাফ রোড সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত যুবকের আনুমানিক বয়স ২৫ বছর হবে, তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এজডএস/আরএইচএস/টিআই