ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে যৌথ অভিযানে আটক ১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
ঝিনাইদহে যৌথ অভিযানে আটক ১৭ ছবি: প্রতীকী

ঝিনাইদহ: নাশকতার আশঙ্কায় ঝিনাইদহে জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) রাত থেকে সোমবার (৯ নভেম্বর) সকাল পর্যন্ত ঝিনাইদহের পাঁচ উপজেলায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



এর মধ্যে সদর থানায় ৩ জন, শৈলকুপায় থানায় ১ জন, কালীগঞ্জ থানায় ৪ জন, কোটচাঁদপুর থানায় ৩ জন ও মহেশপুর থানায় ৬ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন-  ঝিনাইদহ সদরের হামদহ নূর ইসলামের দুই ছেলে সাদ্দাম হোসেন (২৪) ও বিপ্লব হোসেন (২৬) এবং একই গ্রামের মকবুল হোসেনের ছেলে হুমায়ূন কবির(২২), শৈলকুপা থানার বৃত্তিপাড়া গ্রামের আইনাল হকের ছেলে শুকুর আলী (৫৮), খণ্ডক বাড়ীয়া গ্রামের একদিল হোসেনে ছেলে তরিকুল ইসলাম(৩৮), কালীগঞ্জ থানার বানুড়িয়া গ্রামের আকতার হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন(২৪), নরাদ্রহি গ্রামের আব্দুল করিমের ছেলে মোহাম্মদ আলী(৪৫), একই গ্রামের ইউনুচ আলীর ছেলে ইসমাইল পাটুয়ারী(৫০), কৃষ্ণপুর পান্তাপাড়া গ্রামের তোরাপ মোল্লার ছেলে ওবাইদুর রহমান(২৮), মহেশপুর থানার মদনপুর গ্রামের আনছার আলীর ছেলে নূরুল ইসলাম(৩৪), নওদা পাড়া গ্রামের সামছুদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম(৩৫), বাজিপোতা গ্রামের নজির মণ্ডলের ছেলে সাইদার আলী(৪৫), একই গ্রামের সাইদার আলীর ছেলে রফিকুল ইসলাম(২৫), বাশপোতা গ্রামের আব্দুল জলিলের ছেলে ইউনস আলী (৪২) ও আদমপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী রহিমা বেগম(৪০)।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহর আলী শেখ আকটের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, নাশকতার পরিকল্পনা করার জন্য যৌথ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞিসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।