ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের কলার হাট এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিল ও ৬৫ পিস ইয়াবাসহ ইমরান হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
সোমবার (৯ নভেম্বর) মধ্য রাতে অভিযান চালিয়ে তার বাসা থেকে ইমরানকে আটক কর হয়।
ইমরান শহরের আরাফপুর শেখপাড়ার শামসুল হকের ছেলে।
ঝিনাইদহ র্যাব-৬ এর অধিনায়ক মেজর সুরুজ মিয়া এ প্রসঙ্গে জানান, ইমরান দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল ও ৬৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় তার নামে একটি মামলা হয়েছে, জানান সুরুজ মিয়া।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এটি