বেনাপোল(যশোর): কালিপূজা উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালককে(ডিজি) শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক(ডিজি)।
সোমবার(০৯ নভেম্বর) সকাল ৮টায় বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার জালাল উদ্দিন ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ কর্মকর্তা বিরেন্দ্র মিনার শুভেচ্ছা উপহার পৌঁছে দেন।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, বিজিবি ও বিএসএফ সৈনিকদের মধ্যে সৌহার্দ,সম্প্রীতি আর ভ্রাতৃত্বের সেতু বন্ধনকে আরও দৃঢ় করতে কালিপূজা উপলক্ষে বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে প্রতিবারের মতো এবারও বিএসএফের মহাপরিচালকসহ তিন জনকে এ উপহার পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
পিসি।