ধুনট (বগুড়া): বগুড়া ধুনট উপজেলায় মাদক দ্রব্য সেবনের অপরাধে লিটন মিয়া (২২) নামে এক যুবকের ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।
লিটন উপজেলার ভাণ্ডারবাড়ী গ্রামের সোলায়মান আলীর ছেলে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, রোববার রাতে মাদক দ্রব্য সেবন করে লিটন ধুনট গোসাইবাড়ী বাজার এলাকায় মাতলামি করছিলেন। সে সময় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে সোমবার সকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অপরাধ স্বীকার করায় শুনানি শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ৫শ’ টাকা জরিমানা করেন।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এটি