ঢাকা: রাজধানীর তুরাগ এলাকায় মিনি বাসে ডাকাত দলের খপ্পরে পড়ে তিনজন সর্বস্বান্ত হয়েছেন। এদের মধ্যে গণপিটুনিতে আব্দুল মোমিন (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
ধৌর চৌরাস্তা এলাকার আব্দুল্লাহপুর-আশুলিয়া বেরি বাঁধ সড়ক সংলগ্ন জাহান ফিলিং স্টেশনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে সোমবার (৯ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায় পুলিশ।
তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল জুয়েল মরদেহটি উদ্ধার করেন।
মোমিন সিরাজগঞ্জ সদরের চুনিয়াহাটী এলাকার জামান মল্লিকের ছেলে।
তার চাচাতো ভাই আসলাম জানান, আত্মীয়দের বিদায় জানাতে মোমিন, তার দুলাভাই আব্দুর রাজ্জাক ও প্রতিবেশী আব্দুর রশিদ হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে যান। মধ্য রাতে ফেরার সময় একটি মিনিবাসে উঠলে যাত্রী বেশে থাকা ডাকাত দল দরজা বন্ধ করে পিটুনি দেয় এবং সঙ্গে থাকা টাকা-মোবাইল নিয়ে ওই ফিলিং স্টেশনের পাশে ফেলে যায়। জ্ঞান ফিরলে আব্দুর রাজ্জাক ও আব্দুর রশিদ তুরাগ থানায় গিয়ে অভিযোগ জানায়। পরে পুলিশ গিয়ে মোমিনের মরদেহ উদ্ধার করে।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খুদা জানান, ঘটনার বিবরণ শুনে ধারণা করা হচ্ছে, মিনি বাসের চালক, সহকারী চালকসহ (হেলপার) একটি সংঘবদ্ধ দল এ ঘটনা ঘটিয়েছে। বাসটি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
আহত বাকি দুইজন বর্তমানে থানা হেফাজতে রয়েছে, জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এজেডএস/এটি