সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীসহ বিভিন্ন মামলার ২৬ আসামিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
রোববার (৮ নভেম্বর) রাত থেকে সোমবার(৯ নভেম্বর) ভোর পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি, খোকসাবাড়ি, রতনকান্দি ও শহরের কয়েকটি এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃতদের মধ্যে জামায়াত কর্মীরা হলেন- সদর উপজেলার খলিষাকুড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে আব্দুর রহমান (৫২), আবুল কাসেমের ছেলে আব্দুল কাদের (৩২), রমজান আলীল ছেলে সাইফুল ইসলাম (৪২), দিয়ার পাচিল গ্রামের লুৎফর রহমানের ছেলে রমজান আলী (৪০), মিজান উদ্দিনের ছেলে আশরাফ আলী, শহরের দত্তবাড়ী মহল্লার বেলালের ছেলে রাসেল (২০), মালিগাতী গ্রামের হাবিবুর রহমানের ছেলে মান্নান (২০), আবেদ আলীর ছেলে হাবিবর (৬৫), ও শাহজাদপুর উপজেলার নগরঢালা গ্রামের আ. ছাত্তারের ছেলে আ. আজিজ (১৮)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদের মধ্যে জামায়াত-শিবিরের ৯ কর্মী রয়েছেন। বাকিরা বিভিন্ন মামলার আসামি।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
পিসি