ঢাকা: রাজধানীর দারুস সালাম এলাকার গাবতলী হোটেল থেকে রোমান মিয়া (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে হোটেলের পঞ্চম তলার ৪১ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
রোমান সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন রাধানগর গ্রামের লাফুন মিয়ার ছেলে।
দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, ওই যুবকের পরিবারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে জানা গেছে, বিদেশে যাওয়ার প্রস্তুতি নিতে ঢাকায় এসে ৭ নভেম্বর মাজার রোড এলাকার গাবতলী হোটেলে ওঠে রোমান।
সকালে হোটেল কর্তৃপক্ষের দেওয়া সংবাদের ভিত্তিতে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এজেডএস/এটি