ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে সাংবাদিকদের নিয়ে কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
সিরাজগঞ্জে সাংবাদিকদের নিয়ে কর্মশালা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ নভেম্বর) সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. দেবপদ রায়।



এ সময় সিএস অফিসের মেডিকেল অফিসার ডা. হাফিজুর রহমান খান, সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার ডা. ঈমান আলী, প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সাংবাদিক আব্দুল কুদ্দুস, বাবু ইসলাম ও ইসরাইল হোসেন বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মশালায় সিভিল সার্জন ডা. দেবপদ রায় সাংবাদিকদের জানান, আগামী ১৪ নভেম্বর সারাদেশের সঙ্গে একযোগে সিরাজগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

জেলায় ২ হাজার ২২৯টি স্থায়ী ও অস্থায়ী টিকাকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

৬ থেকে ১১ মাস বয়সের ৪৭ হাজার ৭২৬ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৬৯ মাস বয়সের ৩ লাখ ৯৫ হাজার ৩৮৩ শিশুকে লাল রঙের ক্যাপসুল টিকা খাওয়ানো হবে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
পিসি



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।