ঝিনাইদহ: ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয় জেএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করার দায়ে সাত যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে ওই বিদ্যালয় প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) উসমান গণি এ আদেশ দেন।
এসময় ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ও উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-জেলার শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের ওয়াজ্জেল হোসেনের ছেলে রাকিবুল হোসেন (১৭), একই গ্রামের উসমান আলীর ছেলে সোহাগ আলী (২০), হুজুর আলীর ছেলে মমিন হোসেন (১৭), আব্দুল হাইয়ের ছেলে হৃদয় হোসেন (১৭), বাবুল আক্তারের ছেলে অভি হোসেন (১৮), চাঁদপুর গ্রামের মুরাদ বিশ্বাসের ছেলে শাকিল হোসেন (১৮) ও ভাটই বাজারের রহমানের ছেলে রনি হোসেন (১৭)।
পুলিশ জানায়, সকালে মেয়ে পরীক্ষার্থীরা সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ঢোকার সময় ওই সাত বখাটে তাদের উত্ত্যক্ত করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে পুলিশ।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ০৯ ২০১৫
এএটি/এসআই