ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা কমান্ডারের বহিষ্কার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা কমান্ডারের বহিষ্কার দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের কমান্ডার রইস উদ্দিনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।

সোমবার (০৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের শাপলা চত্বরে জেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারবর্গের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কাবিল মিয়া, ডেপুটি কমান্ডার মো. মোস্তফা, সহকারী কমান্ডার হানিফ হাওলাদার, দীঘিনালা উপজেলা কমান্ডার এনামুল হক, মাটিরাঙ্গা উপজেলা কমান্ডার মনছুর আলী প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, বর্তমান জেলা কমান্ডার রইস উদ্দিন দায়িত্বে আসার পর থেকে ইউনিটের অর্থ আত্মসাৎ, চাকরির প্রলোভন দেখিয়ে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে ঘুষ গ্রহণসহ  নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত।

তারা অবিলম্বে রইস উদ্দিনকে পদ থেকে বহিষ্কারের দাবি জানান।

মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধিদল খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।