রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব এলাকার শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিআইডব্লিউটিএ এ উচ্ছেদ অভিযান শুরু করে।
বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিনের নেতৃত্বে পুলিশ, আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতে অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নদী দখল করে নির্মিত বালুঘাট, বাঁশের হাটসহ প্রায় ২৪শ ঘনমিটার এলাকার অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন এ সময় জানান, গত এক সপ্তাহে নদীর পশ্চিমপাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ফের দখল করার চেষ্টা হলে দখলকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো জানান, এ অভিযান অব্যাহত থাকবে। নদীপাড়ের দখলদারদের নিজ অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসআর