ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে আলোচনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
সাভারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে আলোচনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৫ উপলক্ষে সাভারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ নভেম্বর) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



সভায় ১৪ নভেম্বর ভিটামিন এ প্লাস খাওয়ার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। ১৪ নভেম্বর সকাল থেকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) কামরুল হাসান মোল্ল্যা। এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিন উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা-কমর্চারী।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।