সৈয়দপুর (নীলফামারী): মাদক সেবন ও বিক্রির অপরাধে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় দুই যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকা ইফ্ফাত এ দণ্ডাদেশ দেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন শহরের নিয়ামতপুর জুম্মাপাড়ার সাবু (৬৮) ও হাতিখানা বানিয়াপাড়ার মৃত খোকা মামুদের ছেলে জাহাঙ্গীর আলম (৪২)।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক সাবুকে এক মাস ও জাহাঙ্গীরকে সাত দিনের কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এএটি/এটি