ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আসমা কিবরিয়ার প্রথম জানাজা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
আসমা কিবরিয়ার প্রথম জানাজা সম্পন্ন আসমা কিবরিয়া

ঢাকা: সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়ার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ নভেম্বর) বাদ আসর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়।



এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিশিষ্ট ব্যক্তিরা।

আসমা কিবরিয়ার দ্বিতীয় নামাজে জানাজা বনানী কবরস্থানে অনুষ্ঠিত হওয়ার পর সেখানে তার দাফন সম্পন্ন হবে।

সোমবার সকাল ৯টা ১০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসইউজে/আইএ

** স্বামী হত্যার বিচারের আক্ষেপ নিয়েই বিদায়
** আসমা কিবরিয়া আর নেই, প্রধানমন্ত্রীর শোক
** নীলকে বেছে নিয়েছিলেন শান্তির আকাঙ্ক্ষায়
** আসমা কিবরিয়ার মৃত্যুতে স্পিকার, ডেপুটি স্পিকারের শোক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।