ঢাকা: বাংলাদেশে বিশ্বমানের হাসপাতাল স্থাপনে আগ্রহ দেখিয়েছে সংযুক্ত আরব আমিরাত। চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে এটি নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সেদেশের সরকার।
সোমবার (০৯ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সাইদ বিন হাজার আল শেহি সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাতে এসব কথা জানান।
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও আরব আমিরাত সরকার যৌথভাবে এ হাসপাতাল পরিচালনা করবে। ইতোমধ্যে আরব আমিরাত থেকে বিশেষজ্ঞ প্রকৌশলীদের একটি প্রতিনিধিদল রাঙ্গুনিয়াতে স্থান পরিদর্শন করেছে।
রাষ্ট্রদূত এ সময় হাসপাতাল নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে স্বাস্থ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশের ‘বিশ্বস্ত বন্ধু’ উল্লেখ করে চট্টগ্রামে বিশ্বমানের হাসপাতাল নির্মাণের উদ্যোগকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে অভিহিত করেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল হলে এ দেশের জনগণ যেমন উপকৃত হবে, তেমনি সেদেশের জন্যেও লাভজনক হবে।
মন্ত্রী বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের আরব আমিরাতে পেশাগত সুযোগের ব্যবস্থা নিতে রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।
তিনি রাষ্ট্রদূতকে বলেন, বাংলাদেশের অনেক চিকিৎসক ও নার্স বিভিন্ন দেশে চিকিৎসা সেবা দিয়ে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। আরব আমিরাতেও এদেশ থেকে চিকিৎসক ও নার্স নিয়োগ দিলে পেশাগত উৎকর্ষ সাধনের সুযোগ সৃষ্টি হবে।
মন্ত্রী এ সময় বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানির কথা তুলে ধরে আরব আমিরাতেও বাংলাদেশ থেকে ওষুধ রপ্তানির সুযোগ চান।
আরব আমিরাতের গালফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির তত্ত্বাবধানে বাংলাদেশের গাজীপুরে একটি ওষুধ শিল্প প্রতিষ্ঠান কাজ করছে, যেখানে প্রায় ৩০ রকমের ওষুধ উৎপাদন করা হয়।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসকেএস/আরএ