ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আসমা কিবরিয়ার দ্বিতীয় জানাজা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
আসমা কিবরিয়ার দ্বিতীয় জানাজা সম্পন্ন আসমা কিবরিয়া

ঢাকা: সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়ার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।  

সোমবার (০৯ নভেম্বর) বাদ মাগরিব বনানী কবরস্থান মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।



ঢাকা উত্তর সিটি করপোরেশেনের (ডিএনসিসি) পরিদর্শক মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, কবরস্থানের ৬৪৩০ নম্বর কবরে তাকে দাফন করা হবে। এটা প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার কবর।

‘এরইমধ্যে কবর খনন কাজ শুরু হয়েছে। মাগরিবের আগেই এ কাজ সমাপ্ত হবে। ’
এর আগে বাদ আসর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

সোমবার সকাল ৯টা ১০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি হাসপাতালে আসমা কিবরিয়া ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসইউজে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।