ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল-যশোর মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
বেনাপোল-যশোর মহাসড়ক অবরোধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিরুদ্ধে আমদানি পণ্য আটকে রেখে হয়রানির অভিযোগে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে রেখেছেন বেনাপোল বন্দর ব্যবহারকারী ৫টি ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (০৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বেনাপোল কাস্টমস হাউজের সামনে মহাসড়কে ট্রাক আড়াআড়ি করে রেখে অবরোধ শুরু করেন তারা।



এতে ওই সড়ক দিয়ে বন্ধ রয়েছে সব ধরণের যানবাহন চলাচল। ফলে আটকা পড়েছে কয়েকশ আমদানি পণ্য বোঝাই ট্রাক। সেইসঙ্গে তীব্র ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ পথচারী ও বন্দর দিয়ে পারাপারকারী যাত্রীরা।

বেনাপোল বন্দরের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সোহান ট্রেড সেন্টারের কর্ণধার আহসান হাবিব সেলিম বাংলানিউজকে জানান, আনান ট্রেড সেন্টার ও তানজিম এন্টারপ্রাইজ নামে ঢাকার আমদানিকারক দুই প্রতিষ্ঠান ৪ দিন আগে ভারত থেকে ফেব্রিকস আমদানির পর সরকারি রাজস্ব পরিশোধ করে বন্দর থেকে তা ছাড় করান।

পরে ওই পণ্য ঢাকা পাঠানোর সময় আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে বিজিবি সদস্যরা পণ্য অবৈধ বলে দুটি ট্রাক তাদের তত্ত্বাবধানে নিয়ে নেয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই পণ্য সোমবার দুপুরে বেনাপোল কাস্টমসে জমা দিতে আসে বিজিবি।

কিন্তু আটক পণ্য চালানটি বৈধ হওয়ায় কাস্টমস কর্তৃপক্ষ বিজিবির কাছ থেকে তা জমা নেয়নি। এরপর বিজিবি পুনরায় দুই ট্রাকে থাকা পণ্য যশোর বিজিবি ক্যাম্পে নেওয়ার চেষ্টা করে।

এ সময় পণ্য আটকে হয়রানির প্রতিবাদে বন্দরের ব্যবসায়ীরা একত্রিত হয়ে ট্রাক দুটি আটকে দেয়। পরে তারা মহাসড়ক অবরোধ করেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন জানান,  এ বিষয়ের সমাধান না হওয়া পর্যন্ত তাদের অবরোধ চলতে থাকবে।

এ বিষয়ে ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বলেন, বিজিবি কাউকে অযাথা হয়রানি করে না। যে পণ্যের চালানটি আটক করা হয়েছে সেটি অবৈধভাবে বন্দর থেকে খালাস করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।