ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘এক সপ্তাহের মধ্যে ৫০০ কনসালট্যান্ট নিয়োগ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
‘এক সপ্তাহের মধ্যে ৫০০ কনসালট্যান্ট নিয়োগ’

জাতীয় সংসদ ভবন থেকে: আগামী এক সপ্তাহের মধ্যে দেশের সরকারি হাসপাতালগুলোতে ৫০০ কনসালট্যান্ট চিকিৎসক নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার (০৯ নভেম্বর) বিকেলে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য তানভীর ইমামের এক  সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।



এর আগে তারকা চিহ্নত অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি হাসপাতালে  বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা অপ্রতুল।

সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসকের চাহিদা মেটাতে আগামী এক সপ্তাহের মধ্যে ৫০০ কনসালট্যান্ট চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসএম/এমএ

** ৩২ বছরে নৌ দুর্ঘটনায় ৪ হাজার ২৫৫ জনের মৃত্যু
** বিশেষায়িত চিকিৎসকের সংখ্যা অপ্রতুল
** প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি
** প্রতিটি বিভাগীয় শহরে শিশু হাসপাতাল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।