ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

টিআইবি’র জবাবদিহিতা চাইলেন বিরোধীদলীয় নেতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
টিআইবি’র জবাবদিহিতা চাইলেন বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদ ভবন থেকে: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) জবাবদিহিতা নিশ্চিত করার দাবি করলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

সোমবার (০৯ নভেম্বর) রাতে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

এ সময় সংসদে সভাপতির চেয়ারে ছিলেন স্পিকার  ড. শিরীন শারমিন চৌধুরী।

টিআইবি’র সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন রেখে রওশন এরশাদ বলেন, তারা কি তাদের গণ্ডির মধ্যে থেকেই সংসদ নিয়ে এ ধরনের মন্তব্য করেছেন? টিআইবি এই সংসদকে পুতুল নাচের নাট্যশালা বলেছে। এটি কি তাদের কর্মকাণ্ডের মধ্যে থেকেই বলা হয়েছে?

তিনি বলেন, টিআইবি বিরোধীদলকে কথিত বিরোধীদলও বলেছে, তারা কোন ধরনের বিরোধীদল চেয়েছিল? আগের বিরোধীদল এই সংসদে ফাইল চালাচালি করেছে। বাজে মন্তব্য করতো তারা সব সময়। এমনকি প্রয়াত নেতাদের নিয়েও বাজে মন্তব্য করা হতো। তারা হয়ত এ ধরনের বিরোধীদলই চেয়েছিলেন।

রওশন এরশাদ আরও বলেন, বর্তমান সংসদের বিরোধীদলের দাবির প্রেক্ষিতে সরকার ভেজালবিরোধী আইন করেছে। এরপরেও বিরোধীদলকে তথাকথিত কথাটি বলা কি ঠিক হয়েছে?

টিআইবি’র স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এমন দাবি করে তিনি বলেন, তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। নতুন নির্বাচন দাবি করেছে। যা তাদের কর্মক্ষেত্রের মধ্যে কতটুক যৌক্তিক?

তিনি বলেন, তারা আজ নতুন নির্বাচন চান। যখন দেশে হরতাল-অবোরধের নামে নাশকতা করে মানুষ পুড়িয়ে মারা হলো তখন তো কোনো কথা বললো না তারা।

রওশন এরশাদ প্রশ্ন রাখেন, টিআইবিতে অনেক বুদ্ধিমান লোক আছেন, তারা কিভাবে এসব কথা বলেন আমার প্রশ্ন এটাই।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসএম/আইএ

** ‘এক সপ্তাহের মধ্যে ৫০০ কনসালট্যান্ট নিয়োগ’
** ৩২ বছরে নৌ দুর্ঘটনায় ৪ হাজার ২৫৫ জনের মৃত্যু
** বিশেষায়িত চিকিৎসকের সংখ্যা অপ্রতুল
** প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি
** প্রতিটি বিভাগীয় শহরে শিশু হাসপাতাল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।