ঢাকা: শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় সাংস্কৃতিক সমাবেশের ঘোষণা দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় লেখক, প্রকাশক ও ব্লগার হত্যা এবং হত্যাচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিল শেষে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
মিছিলের আগে সমাবেশে ইমরান এইচ সরকার বলেন, একের পর এক পরিকল্পিত হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে এসব হত্যাকাণ্ডকে আরো উৎসাহিত করা হচ্ছে।
আলোচিত দুই শিশু হত্যার বিচারের রায় নিয়ে ইমরান বলেন, সিলেটে শিশু রাজন হত্যার চার মাসের মধ্যে রায় দেওয়া হয়েছে। রাকিব হত্যা মামলার ক্ষেত্রে তার চেয়েও কম সময় লেগেছে। এতো কম সময়ে মামলার নিষ্পত্তি এদেশে বিরল।
তাই আমরা মনে করি দুই শিশু হত্যার মতো করে রাজিব, অভিজিৎ, অন্তত, ওয়াশিকুর, নিলয় ও দীপনদের খুনীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচার সম্পন্ন করা গেলে মৃত্যুর মিছিল এত দীর্ঘ হত না।
এসব হত্যার ন্যায় বিচারের দাবিতে সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজপথ ছেড়ে ঘরে বসে থাকলে এসব সমস্যার সমাধান হবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে।
তিনি বলেন, আমাদের আন্দোলন কোনো ধর্ম, মত বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, এই আন্দোলন একটি অপশক্তির বিরুদ্ধে।
এ সময় উপস্থিত ছিলেন-ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আকতার, উদীচীর সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, স্থপতি সাঈদা সুলতানা এলি, গণজাগরণ মঞ্চের কর্মী ভাস্কর রসা, অরণ্য কিবরিয়া প্রমুখ।
সমাবেশ শেষে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে থেকে গণজাগরণ মঞ্চ একটি মিছিল বের করে। মিছিলটি শহীদ মিনার প্রদক্ষিণ করে আবার শাহবাগে এসে শেষ হয়।
এ সময় ১৩ নভেম্বর (শুক্রবার) বিকেল ৪টায় সাংস্কৃতিক সমাবেশের ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। সমাবেশে তিনি মুক্তমনা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এমআইকে/আরএ