ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

৪ লাখ শিশু ঝুঁকিপূর্ণ গৃহকর্মে নিয়োজিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
৪ লাখ শিশু ঝুঁকিপূর্ণ গৃহকর্মে নিয়োজিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের চার লক্ষাধিক শিশু ঝুঁকিপূর্ণ গৃহকর্মে নিয়োজিত রয়েছে। এসব শিশু দৈনিক গড়ে ১৫ ঘণ্টা কাজ করে থাকে বলে জানিয়েছে বেসরকারি সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি)।



সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এএসডি আয়োজিত ‘সুবিধাবঞ্চিত পথশিশু, শিশু গৃহকর্মী ও বস্তিতে বসবাসকারী শিশুদের সুরক্ষা ও অধিকার’ বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য তুলে ধরা হয়েছে।

সভায় জানানো হয়, কাজের ঝুঁকির বিচারে এসব শিশুর বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা খুবই সীমিত। সঙ্গে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন তাদের জীবনের ঝুঁকিও বাড়িয়ে তুলছে।

সভায় আরও জানানো হয়, শিশু গৃহকর্মীর পাশাপাশি দেশের প্রায় ১২ লাখ পথশিশুও ন্যূনতম সুযোগ-সুবিধা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত। রাস্তা, পার্ক, বাস-ট্রেন স্টেশন, লঞ্চ ঘাটের খোলা জায়গায় রাত্রিযাপন করা এসব শিশু প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। আর যৌন হয়রানির শিকার মেয়ে পথশিশুদের অনেকেই একসময় ভাসমান যৌনকর্মী হতে বাধ্য হচ্ছে।

এএসডি’র নির্বাহী পরিচালক জামিল এইচ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার ও বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন।

শিশু অধিকার বিশেষজ্ঞ শরফুদ্দিন খানের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিচালক আব্দুস শহীদ মাহমুদ, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর সাবিরা নূপুর, এএসডি’র প্রজেক্ট ম্যানেজার ইউ কে এম ফারহানা সুলতানা প্রমুখ।

বাংলাদেশ সময়:১৯৪২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
এইচআর/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।