কিশোরগঞ্জ: নিখোঁজের চার দিন পর কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মদিনা আক্তার (১৭) নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দ্বীপেশ্বর এলাকার রাস্তার পাশের একটি ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃত মদিনা উপজেলা সদরের পূর্ব দ্বীপেশ্বর গ্রামের হরমুত আলীর মেয়ে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নিখোঁজ হয় মদিনা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও না পেয়ে তার বাবা হরমুত আলী হোসেনপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সোমবার বিকেলে দ্বীপেশ্বর এলাকার রাস্তার পাশে একটি ডোবায় মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গলিত মৃতদেহ উদ্ধার করলে পরিবারের লোকজন মরদেহ মদীনার বলে সনাক্ত করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু মোল্লা মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
এমজেড