বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ১১ বছর বয়সী এক কন্যা শিশুকে অপহরণের দায়ে এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
সোমবার (৯ নভেম্বর) বরিশালের নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ আবু তাহের আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি কুদ্দুস হোসেন ভূতেরদিয়া এলাকার মৃত আবু বকরের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী অজিবর রহমান কারাদণ্ডাদেশের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
আদালত সুত্র জানায়, ২০০১ সালের ১৬ ডিসেম্বর গভীর রাতে জানালা ভেঙে ওই শিশুর ঘরে প্রবেশ করেন আসামি কুদ্দুস। তিনি বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে শিশুকে অপহরণ করে নিয়ে যান। এ সময় নগদ টাকাসহ ২১ হাজার টাকার মালামালও নিয়ে যান তিনি।
এ ঘটনায় ওই শিশুর বাবা একই বছরের ২৫ ডিসেম্বর বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ২০০২ সালের ২৮ মার্চ আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাবুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান।
আদালতে ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
এমজেড