নওগাঁ: নওগাঁর রাণীনগর উপজেলায় অজ্ঞাত-পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দেউলিয়া গ্রামের একটি খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় জানতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, বিকেলে স্থানীয়রা খালের পানিতে মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুল্লাহিল জামান বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধারের সময় যুবকের হাত-পা-মুখ কাপড় ও টেপ দিয়ে বাধা ছিল। তার পরনে জিন্সের প্যান্ট ও জিন্সের শার্ট পাওয়া গেছে। তবে মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি জানান, পরিকল্পিত ভাবে যুবককে অন্য কোথাও শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা খালের পানিতে মৃতদেহ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
এমজেড