চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পানিতে ডুবে জুমা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার ধানুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত জুমা ধানুয়া গ্রামের বকাউল বাড়ির মনসুর বকাউলের মেয়ে।
শিশুর মামা আবুল বাসার গাজী বাংলানিউজকে বলেন, বিকেলে বাড়ির পাশের পুকুরে শিশুটির মা রুনু বেগম থালা-বাসন পরিষ্কার করতে যান। এ সময় শিশুটি পানিতে পড়ে গেলেও বুঝতে পারেননি তিনি।
অনেক খোঁজাখুঁজির পর শিশুটির জুতা পুকুরে ভাসতে দেখে শিশুটি পানিতে ডুবেছে বলে সন্দেহ হয় তার। পরে, তিনি নিজেই পুকুরে নেমে তাকে উদ্ধার করেন।
উদ্ধারের পর শিশুটিকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক নাজমুল হক শিশু মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
এমজেড