ঢাকা: গাজীপুরের টঙ্গীতে ময়লার স্তুপে জ্বালানো আগুনে একটি বোতল বিস্ফোরণের ঘটনায় তিন শিশু দগ্ধ হয়েছে। তারা হলো- টুটুল (১০), রিফাত (৮) ও তুষার (৬)।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গী পাগার সোসাইটি মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্বজনরা দগ্ধ তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছেন। এ তিন জন স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।
এদের মধ্যে টুটুলের শরীরের ৮ শতাংশ, রিফাতের ১৫ শতাংশ ও তুষারের শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে।
ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তুষারের বাবা মানিক ও রিফাতের বাবা সুজন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় এ তিন জন মাদ্রাসা থেকে ফেরার সময় রাস্তার পাশে একটি ময়লার স্তুপে আগুন জ্বলতে দেখে দাঁড়ায়। এ সময় আগুনের স্তুপে একটি বোতলের বিস্ফোরণ ঘটে। এতে ফুলকি ছড়িয়ে পড়ে তাদের শরীরে আগুন ধরে যায়।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
এজেডএস/আরএম