ঢাকা: এক ম্যাচ হাতে থাকতেই জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, টিম ম্যানেজার, কোচ ও বিসিবির সংশ্লিষ্টদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৯ নভেম্বর) রাতে এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী টাইগারদের সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব আসিফ কবীর বাংলানিউজকে এ কথা জানিয়েছেন।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রাণআপ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে ৫৮ রানের জয় তুলে নেয় বাংলাদেশ দল। এ জয়ের ফলে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের। এ নিয়ে টানা পঞ্চম সিরিজ জিতলো টাইগার বাহিনী।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এমইউএম/এইচএ/