ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রিলিফ বা সাহায্য নয়, কাজ চান তারা

বেলাল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
রিলিফ বা সাহায্য নয়, কাজ চান তারা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: গরীবের স্বপ্ন দু’বেলা দু’মুঠো ডাল-ভাত খেয়ে বেঁচে থাকা। তাদের কোটিপতি হওয়ার কোনো আকাঙ্খা নেই।

ধনী হওয়ারও স্বপ্ন নেই। শুধু পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন তা হলেই যথেষ্ট। আর এ জন্য তারা কোনো রিলিফ বা সাহায্য চান না, চান কেবল কাজ।
 
১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বগুড়ায় আগমন উপলক্ষে খেটে খাওয়া মানুষদের চাওয়া-পাওয়া সম্পর্কে জানতে চাইলে তারা এসব কথা বলেন।

সোমবার (০৯ নভেম্বর) বগুড়া শহরের সাতমাথা, রেলস্টেশন, তিনমাথা, কলেজরোড, বনানী, ঠনঠনিয়াসহ বিভিন্ন এলাকা ঘুরে এসব তথ্য জানা যায়।

আমীর হোসেন, পেশায় রিকশাচালক। রিকশার প্যাডেলের সঙ্গে তার ভাগ্যের চাকা ঘোরে। এ থেকে যে আয় হয় তা দিয়েই চলে তার অভাবের সংসার। তিন সদস্যের সংসারে রয়েছে একমাত্র কন্যা শম্পা। সে স্কুলে পড়ে।

তিনি বাংলানিউজকে জানান, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিভিন্ন অঞ্চলে বেশ উন্নয়ন করছেন। ক’দিন পড়ে তিনি বগুড়ায় আসছেন। অবশ্যই তিনি বগুড়ায় আরো বেশি উন্নয়ন করার ঘোষণা দেবেন। যে ঘোষণায় তাদের মত খেটে খাওয়া সাধারণ মানুষের কাজ করার সুযোগ থাকবে বলে তিনি আশা করেন।
ওইসব এলাকার কয়েক ব্যক্তি লুৎফর রহমান, আমিনুল ইসলাম, বিমুল, সুকলাল, হান্নান, মজিদ, রফিকুল, দুলু, হানিফ।
 
এরা পেশায়, মুদি দোকানি, ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ীসহ ছোটখাটো বিভিন্ন পেশার মানুষ।

এসব খেটে খাওয়া মানুষগুলো বাংলানিউজকে জানান, তারা গরীব মানুষ। সবার সংসারেই অভাব রয়েছে। তবে তারা কেউই রিলিফ বা সরকারের সাহায্য সহযোগিতা চান না। তারা সরকারের কাছে নতুন নতুন শিল্প মিল কলকারখানা প্রতিষ্ঠা এবং বন্ধ প্রতিষ্ঠানগুলো চালুর করার দাবি জানান।
 
এতে এসব প্রতিষ্ঠান চালাতে বিপুল পরিমাণ মানুষের প্রয়োজন হবে। সেখানে যে যার দক্ষতা অনুযায়ী কাজের সুযোগ পাবেন। এভাবে শত শত মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মানুষ বেকারত্ব ঘুচানোর সুযোগ পাবেন। ফলে তাদের জীবন জীবিকা নির্বাহের পথ অনেক সহজ হয়ে আসবে বলে তারা মনে করেন।
 
বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এমবিএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।