বরিশাল: বরিশাল নগরীতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এরা হলেন- পিরোজপুর জেলার ছোট খলিশাখালীর বাসিন্দা মো. শাহ আলম শেখের ছেলে মো. সোহেল শেখ (২৪), একই জেলার স্বরুপকাঠী উপজেলার সোহগদলের বাসিন্দা মো. আবুল হালিম ঘরামীর ছেলে মো. নাঈম ঘরামী (২১) ও বরিশাল নগরীর কাউনিয়া প্রথম গলি বাঁশতলা এলাকার বাসিন্দা মো. আয়নাল হক হাওলাদারের ছেলে মো. রাশেদ হাওলাদার (১৮)।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ নভেম্বর) রাতে নগরীর এয়ারপোর্ট থানা ও কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রথমে কাউনিয়া থানার ২ নং ওয়ার্ডে কাউনিয়া প্রম গলির বাঁশতলা এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় রাশেদ হাওলাদারকে। তার কাছ থেকে জব্দ করা হয় ২০ পিস ইয়াবা। এ অভিযানে নেতৃত্ব দেন ডিবির আরেক এসআই মো. মিলন বিশ্বাস।
এরপর এয়ারপোর্ট থানার ২৮ নং ওয়ার্ডের কাশিপুর সুরভী পেট্রোল পাম্পের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে আটক করা হয় সোহেল শেখ ও নাঈম ঘরামীকে। দু’জনের কাছ থেকে জব্দ করা হয় এক কেজি গাঁজা। এ অভিযানে নেতৃত্ব দেন ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো আনোয়ার হোসেন।
আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এইচএ/