ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
বরিশালে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বরিশাল: বরিশাল নগরীর হাসপাতাল রোডে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় পলাশ কান্তি হালদার (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন খোকন চন্দ্র দে (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী।



সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে নগরীর হাসপাতাল রোডের হ্যাপি নিবাসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ কান্তি গৌরনদী পৌরসভার ১ নং ওয়ার্ড সুন্দরদী এলাকার বাসিন্দা প্রিয় লাল হালদারের ছেলে এবং একমি কোম্পানির বরিশালের এরিয়া ম্যানেজার।

আহত খোকন চন্দ্র নগরীর নতুন বাজার এলাকার মৃত নিতাই চন্দ্র দে এর ছেলে। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল নগরীর কোতোয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দেলোয়ার বাংলানিউজকে জানান, পলাশ ও খোকন মোটরসাইকেলযোগে হাসপাতাল রোড দিয়ে যাওয়ার সময় পেছন থেকে ওই ব্যাটারিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে দু’জনে গুরুতর আহত হন। তৎক্ষণাৎ দু’জনকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে পলাশকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আহত খোকন সার্জারি বিভাগে চিকিৎসাধীন। আর পলাশের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ০৩০১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।