ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ১৩৬ বোতল হুইস্কি ও ৬ কেজি গাঁজা জব্দ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ১৩৬ বোতল হুইস্কি ও ৬ কেজি গাঁজা জব্দ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩৪ বোতল হুইস্কি, ছয় কেজি গাঁজা ও ১৭ বোতল নিষিদ্ধ এসকফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৯ নভেম্বর) দিনভর জেলার কসবা, বিজয়নগর সীমান্তসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।



বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে জানান। তিনি বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি সূত্র জানায়, সকালে কসবার মঈনপুর বিওপির টহল কমান্ডার মো. শহিদুল ইসলাম মন্দভাগ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭০ বোতল হুইস্কি জব্দ করেন। একইসময় বিজয়নগরের সিঙ্গারবিল বিওপির টহল দল ছয় কেজি গাঁজা ও ৩ বোতল হুইস্কি জব্দ করে। এছাড়া, দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত টহলের মাধ্যমে ৬১ বোতল হুইস্কি ও ১৭ বোতল নিষিদ্ধ এসকফ সিরাপ জব্দ করেন বিজিবি-১২ ব্যাটালিয়নের সদস্যরা।

বাংলাদেশ সময়: ০৩০৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।