ঝিনাইদহ: মাছ ধরাকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলার হীরাডাঙ্গা ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত ৮টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, মাছ ধরাকে কেন্দ্র করে সোমবার (৯ নভেম্বর) সকালে সূরাপাড়া গ্রামের মনিরুল ইসলাম ও আব্দুল আজিজের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ১০ জন আহত হন। এরই জের ধরে মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী হীরাডাঙ্গা গ্রামের ফজলু-মতিয়ার গ্রুপ ও ফিরোজ-মালেক গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় হীরাডাঙ্গা গ্রামের ফজলু-মতিয়ার গ্রুপের চাঁন আলী, মতিয়ার রহমান, দিন শাহ, আতিয়ার রহমান, শাহিন রেজা, শরিফুল ইসলাম মোল্লা, মধু মোল্লা ও রাশেদ আলীর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও গরু-ছাগল লুট করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
পিসি/