ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
বরিশালে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল নগরীর বিভিন্ন স্থানে পৃথক তিনটি অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিভিন্ন সময়ে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবু সাইদের নেতৃত্বে গোয়েন্দা শাখার সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।



আটককৃতরা হলেন, পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া এলাকার মো. মিরাজুল ঢালীর স্ত্রী মমতাজ বেগম (৩৫), বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন বেলতলা এলাকার সুবাস কর্মকারের ছেলে সুজন কর্মকার (২৮) ও কোতোয়ালী মডেল থানাধীন ৮ নং ওয়ার্ডের মৃত দুলাল দের ছেলে শ্রী বাবু লাল দে ওরফে বাবু (৪০)।

এ সময় তাদের কাছ থেকে ১ শত গ্রাম গাঁজা, ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে ডিবি পুলিশের পক্ষ থেকে প্রেরতি ই-মেইলে বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বাংলাদেশ সময়: ০৭৪৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।