ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে কবরী খাতুন (৩০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে র্দুবৃত্তরা।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টার দিকে হরিণাকুন্ডু থানা পুলিশ ফতেপুর গ্রামের একটি আখক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
কবরী খাতুন ফতেপুর গ্রামের প্রবাসী লিটন হোসেনের স্ত্রী।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী বাংলানিউজকে জানান, রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন কবরী বেগম। এ সময় কে বা কারা তাকে বাড়ির পাশের আখ ক্ষেতে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
আরএম